ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কম
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (১৮ জুন) নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৯ জন। এদের মধ্যে সদর উপজেলায় ১১, রাজৈর ৯, কালকিনি ৬ এবং শিবচর ৩ জন।তবে সুস্থ হয়েছেন ৪ জন। এছাড়া মৃত্যু তালিকায় নতুন একজন যুক্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৮ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪৯৭ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ১১৮টি রিপোর্ট প্রাপ্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৪৩৭৭টি এবং রিপোর্ট প্রাপ্ত হয়েছে ৩৮৯৯টি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৩ জন।মোট মৃত্যুবরণ করেছেন ৮ জন।তবে নতুন শনাক্তদের আইসোলেশনে নেওয়া প্রক্রিয়াধীন।
স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪৯৭ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৬৫ জন, শিবচর উপজেলায় ৭৫ জন, রাজৈর উপজেলায় ১৫৬ জন এবং কালকিনি উপজেলায় ১০১ জন।
Leave a Reply