শিবচরনিউ২৪.কম ডেস্কঃ
মাদারীপুরর সদর হাসপাতালে আইসোলেশন থাকা এক রোগী আজ শুক্রবার (২৯ মে) মৃত্যুবরণ করেছেন। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে, তবে রিপোর্ট এখনও পাওযা যায়নি। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ১১ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৭, কালকিনি ২, রাজৈর ও শিবচরে একজন করে। এর ফলে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০০-তে।
মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ভর্তি থাকা একজন মৃত্যুবরণ করেছেন। তার করোনা ভাইরাস পরীক্ষার নমুনা ঢাকায় প্রেরণ করা হলেও এখন রিপোর্ট পাওয়া যায়নি। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৭ জনের মধ্যে সদর ৩ জন, চরপুটিয়ায় ৩ জন এবং পাঁচখোলায় একজন। কালকিনি উপজেলার দুইজন হচ্ছে গোপালপুর ও লক্ষ্মীপুর এলাকার। এছাড়া রাজৈরের একজন ও শিবচরে গুয়াতলা এলাকার একজন।তার বয়স ১৬। এর ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১০০ জন হলো।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টায় ২৬২টি নমুনা প্রেরণ করা হয়েছে এবং ৪৪ ঘন্টায় ১৭০টি রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত (২৯ মে) মোট ২১৮৯ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ১৮৮২ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন এবং দুইজন মৃত্যুবরণ করেছেন। এছাড়া নতুন আক্রান্ত শনাক্তদের আইসোলেশনে আনার প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০০ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৫ জন, শিবচর উপজেলায় ২৭ জন, রাজৈর উপজেলায় ৩৫ জন এবং কালকিনি উপজেলায় ১৩ জন।
জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ৭ জন আক্রান্তের মধ্যে সদরের তিনজনের মধ্যে একজন হচ্ছে নার্স, এছাড়া একজনের ঠিকানা সদর হাসপাতাল সংলগ্ন ও একজন সদর এলাকায়।
Leave a Reply