বিনামূল্যে রেজিষ্ট্রেশন কার্যক্রমটি আগামীকাল (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত একই কেন্দ্রে চলমান থাকবে ।এছাড়াও ২৫ বছর বয়সের উর্ধে সকল নাগরিককে আগামীকাল নির্ধারিত সময়ে ওই কেন্দ্র বিনামুল্যে টিকার রেজিষ্ট্রেশন করে নেয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে আহবান জানানো হয়।
প্রতিনিধি শিবচরঃ
মাদারীপুরের শিবচরে করোনা টিকার রেজিষ্ট্রেশন করতে এক ব্যাতিক্রমী আয়োজন করেছে সেচ্ছাসেবী, সামাজিক ও সেবামূলক সংগঠন “আমাদের নিলখী”
শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত উপজেলার নিলখী ইউনিয়নের আমজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে করোনা টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করেন।এসময় প্রায় ২৫০ জনের অধিক লোকের রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়।বিনামূল্যে রেজিষ্ট্রেশন কার্যক্রমটি আগামীকাল (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত একই কেন্দ্রে চলমান থাকবে ।এছাড়াও ২৫ বছর বয়সের উর্ধে সকল নাগরিককে আগামীকাল নির্ধারিত সময়ে ওই কেন্দ্র বিনামুল্যে টিকার রেজিষ্ট্রেশন করে নেয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে আহবান
জানানো হয়।
এই ব্যাপারে “আমাদের নিলখী”র সভাপতি রাশেদ খান মামুন বলেন,”আমরা আমাদের সংগঠনের মাধ্যমে প্রায় আড়াই মাস যাবত করোনা টিকার জন্য নিজস্ব কার্যালয়ে বিনামুল্যে করোনা টিকার রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছি। এ পযর্ন্ত এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের প্রায় ১০০০ এর অধিক রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়েছে । সরকারের এই টিকা কার্যক্রম যতদিন চলমান থাকবে আমাদের সংগঠনটি ততো দিন এই কার্যক্রম চলমান রাখবে। এলাকার সাধারণ জনগনের যে কোন সামাজিক সমস্যায় সংগঠনটি সবসময় পাশে থাকবে”।
এসময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মেঘ মাহমুদ রাজু, আন্তজার্তিক সম্পাদক আলামিন মোড়ল, সহ আপ্যায়ন সম্পাদক রিয়ান মাহমুদ নাদিমসহ ১০/১২ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply