শিহাব উদ্দিন,উপজেলা করেসপন্ডেন্ট,
করোনায় শিবচর উপজেলায় আরো সাত জন আক্রান্ত হয়েছে। এনিয়ে শিবচরে ১শ ৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো। তবে এর মধ্যে ১ শ ৪৫ জন সুস্থ্য হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, ঢাকায় পাঠানো গত ৮, ৯ ও ১০ আগষ্টের নমুনা পরীক্ষার ২৫ টি রিপোর্ট বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। এ রিপোর্টে নতুন করে ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র নার্স, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের এক স্টাফ,পল্লী বিদ্যুৎ সমিতির এক স্টাফ, স্কয়ার ফার্মাসিটিক্যালস কোম্পানী ও ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস কোম্পানীর ২ বিক্রয় প্রতিনিধি, উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের একজন ও পৌরসভার গূয়াতলা বাহেরচর গ্রামের একজন রয়েছে।
উল্লেখ যে এ পর্যন্ত শিবচরে ১ শ ৯৮ জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে ১ শ ৪৫ জন সুস্থ্য হয়েছে।এছাড়া হাজী আবুল কাসেম উকিল মা ও শিশু হাসপাতালের আইসোলেশন সেন্টারে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকি আক্রান্তদের হোম আইসোলেশনে চিকিৎসা চলছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply