শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
মাদারীপুরের শিবচরে মহামারি করোনায় ভানু বেগম নামের এক গৃহবধূ মারা যাওয়ায় একটি গ্রাম লক ডাউন করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে শিবচর উপজেলা প্রশাসন উপজেলা কুতুবপুর ইউনিয়নের হাছেন মাদবরের কান্দি গ্রামটি লকডাউন করে দেয়।
শিবচর উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ভানু বেগম নামের এক গৃহবধূ করোনা উপসর্গ নিয়ে গত ১৯ এপ্রিল শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।পরে গত ২২ এপ্রিল তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরেরদিন (২৩ এপ্রিল) তার ছেলে ও আত্মীয় স্বজনেরা তাকে শিবচরের কুতুবপুরে নিজ বাড়িতে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা শেষে দাফন করেন।ওই দিনই স্বাস্থ্য বিভাগ তার নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠিয়ে দেয়। আজ সকালে তাদের কাছে আইইডিসিআর থেকে রিপোর্টে তিনি করোনায় মারা গেছেন বলে জানানো হয়।
এদিকে এঘটনা জানার পরে আজ বিকেলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর থানা পুলিশ কুতুবপুর ইউনিয়নের হাছেন মাদবরেরকান্দি গ্রামটি লাল কাপড় টাঙ্গিয়ে লক ডাউন করে দিয়েছেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাঃ শশাঙ্ক ঘোষ, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ হেসেন পাশা, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর।
এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply