শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন শিবচর উপজেলার পৌরসভা এলাকার ফল ব্যবসায়ী ও অপরজন ঢাকা থেকে আসা রাজৈর উপজেলায় বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের যুবক। এদের বয়স যথাক্রমে ২০ ও ১৯ বছর।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে মোট করোনা শনাক্ত সংখ্যা ৩৮-এ দাঁড়ালো।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। এরা সবাই সদর উপজেলায়। এর মধ্যে একজন হচ্ছেন শিবচর উপজেলার পৌরসভা এলাকার ফলব্যবসায়ী ও অপরজন রাজৈর উপজেলায় বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় মোট ৬ জনকে সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলার ৪ জন, শিবচর ও রাজৈর উপজেলায় একজন করে। এ পর্যন্ত মোট ২২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৯ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৬ জন, রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ৬৭৯ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৫৫৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। আজ ঢাকা থেকে ৪৫ জনের ফলাফল এসে পৌঁছায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মাদারীপুর জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩৮ জন। এর মধ্যে সদর উপজেলায় ১০, শিবচর উপজেলা ২০, রাজৈর উপজেলা ৭ ও কালকিনি উপজেলায় ১ জন।
জানা যায়, আক্রান্তদের মধ্যে শিবচর উপজেলার ব্যক্তি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় ফল বিক্রেতা। এছাড়া রাজৈর উপজেলায় আক্রান্ত যুবক ঢাকা থেকে রাজৈরে এসেছে।
উল্লেখ যে মাদারীপুর জেলা আজ পর্যন্ত অবরুদ্ধ (লকডাউন) অবস্থায় রয়েছে। প্রশাসন ও পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন লকডাউন কার্যকর করতে।
Leave a Reply