শিবচরনিউজ২৪.কম ডেস্ক
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (১০ মে) নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের ব্যক্তির বাড়ি রাজৈর উপজেলার লুন্দি গ্রামে। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা ৫২ জন হলো।
মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হচ্ছেন রাজৈর উপজেলার লুন্দি গ্রামে। জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫২ জন, সুস্থ ২৯ জন, চিকিৎসাধীন আছেন ২১ জন এবং দুইজন মৃত্যুবরণ করেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত ৯৪৮ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। আজ ৭১টি নমুনা প্রেরণ করা হয়েছে এবং ৬০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত মোট ৮৭৫টি রিপোর্ট পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৫২ জন। এর মধ্যে শিবচর উপজেলায় ২৪ জন, সদর ১০ জন, রাজৈর উপজেলায় ১৭ জন এবং কালকিনি উপজেলায় ১ জন।
জানা যায়, রাজৈর উপজেলায় লুন্দি গ্রামের এক ইমামসহ ৭ জন ইতিপূর্বে করোনা ভাইরাস শনাক্ত হন। আজ নতুন করে ঐ একই গ্রামে আরও তিনজন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply