শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
‘পদ্মা নদীতে মাছ ধরাসহ সকল নদীতে মা ইলিশ ধরা বন্ধে যে অভিযান রয়েছে আমরা সকলকে সঙ্গে নিয়ে সে অভিযান সফল ভাবে পরিচালনা করে
জাতীয় সম্পদ ইলিশকে রক্ষা করতে চাই। আমরা আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।আর এবারের অভিযান কঠোর হবে বলে মন্তব্য করেছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলার মাদবরেরচরে আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত শেখ জামাল সেতুর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,’যেহেতু আগামী ১৪ তারিখ থেকে এ অভিযানটি পরিচালনা করবো।তাই আমরা সকলকে বলতে চাই,প্রত্যেক বছরের চেয়ে এ বছর আমরা একটু কঠোরভাবে এ বিষয়টি দেখতে চাই।
এসময় তিনি আরো বলেন,’ এ বছর আমরা অত্যান্ত কঠোরতার সঙ্গে আমাদের পুলিশ বিভাগসহ সকল আইন সৃঙ্খলা বাহিনিকে সঙ্গে নিয়ে আমরা মা ইলিশ রক্ষার অভিযান সফলতার সঙ্গে সম্পন্ন করবো।’
মাদারীপুর এলজিডি’র নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, প্রকৌশলী মুজিবর রহমান শিকদার, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ: লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিমসহ জেলা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ,মহিলালীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।
Leave a Reply