শিহাবউদ্দিন, উপজেলা করেসপন্ডেন্টঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরে দুইজন চেয়ারম্যান প্রার্থী সহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটানিং কর্মকর্তারা।
শুক্রবার ১৯ মার্চ ছিলো মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন ভূল ত্রুটির কারণে দুইজন চেয়ারম্যান প্রার্থী সহ সংরক্ষিত সাধারণ সদস্য পদের মোট ৮ প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়। তবে এ সকল প্রার্থীদের তিন কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।
বাছাই পর্বে যাঁদের মনোনয় বাতিল হলো-
নিলখী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ শহিদুল ইসলাম, ও বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ হারিচ বাচ্চু। সদস্য পদে-পারভিন আক্তার,পাঁচ্চর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য প্রার্থী, মাহামুদুর রহমান, পাঁচ্চর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী, মোঃ মফিজুর রহমান ঠান্ডু, মাদবরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী, মোঃ মস্তফা মাদবর , মাদবরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী, আবুল কাশেম মোড়ল, কাদিরপুর ইউনিয়নের ৮ নংওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী।
উল্লেখ্য: প্রথম ধাপে ইউনিয়ন নির্বাচনে শিবচর ১৩ ইউনিয়নে নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর মধ্যে শুধু কাদিরপুর ইউনিয়নে ইভিমের মাধ্যমে ভোট হবে।
Leave a Reply