প্রতিনিধি শিবচরঃ
টানা দ্বিতীয়বারের মতো মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিরাজ হোসেন। বৃহস্পতিবার(১২ আগস্ট) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে জুলাই মাসের কৃতিত্বের জন্য মিরাজ হোসেনের হাতে শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
শিবচর থানা সূত্রে জানা গেছে, জুলাই মাসে অপরাধ দমনে মাদক, বিদেশী পিস্তল ও গুলি উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামি গ্রেফতার এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শিবচর থানার ওসি মিরাজ হোসেন। জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কাজের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করেন।
জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসেবে ২০২০ সালের ৩ ডিসেম্বর যোগদান করেন মো. মিরাজ হোসেন। গত জুন মাসে কর্ম দক্ষতার পরিচয় দেয়ায় মাদারীপুর জেলার মধ্যে প্রথম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এরপর জুলাই মাসেও কাজের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এছাড়া শিবচর থানার পরিদর্শক(তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত জেলার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন জানান, ‘প্রথমবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর এর ধারাবাহিকতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা থেকে কাজ করতে থাকি। আসলে মূল লক্ষ্য দায়িত্বের সাথে আইন শৃঙ্খলার উন্নয়নে কাজ করে যাওয়া। সেই কাজটিই করছি। পুরস্কার প্রাপ্তি কাজের গতি বাড়িয়ে দেয়। শিবচর থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন রেখে সকল ধরনের অপরাধ কমিয়ে কমিয়ে আনতে সার্বক্ষণিক কাজ করে যাবো। পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ। তিনি ভালো কাজের জন্য সব সময় উৎসাহ দিয়ে থাকেন।’
মাসিক অপরাধ দমন সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি ও এ্যাডমিন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) এহসানুল করিম ভূঁইয়া প্রমূখ।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply