শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
মাদারীপুরে আগামীকাল (১৬ মে) থেকে নিত্যপ্রয়োজনীয় ও ঔষধের দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওয়াহিদুল ইসলাম।
শুক্রবার (১৫ মে) দুপুরে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জানা যায়, দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে করোনা সংক্রমন বিস্তার রোধে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় নিত্যপ্রয়োজনীয় দোকানসহ অন্যান্য দোকান-পাট খোলার ফলে করোনা সংক্রমন বিস্তার বৃদ্ধি পাওয়ার বিষয়টি উঠে আসে এবং সামাজিক দূরত্ব মানা হচ্ছে না জানানো হয়। পরবর্তীতে সভায় সিদ্ধান্ত হয় আগামীকাল সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় ও ঔষধের দোকান ছাড়া জেলার অন্যান্য সমস্ত দোকান-পাট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
সভায় শাজাহান খান এমপিসহ বিভিন্ন সস্তরের জনপ্রতিনিধি, বণিক সমিতির নেতৃবৃন্দসহ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply