শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: রতন শেখ,পিপিএম যোগদান করেছেন।
সোমবার (৬ জানুয়ারী) রাতে তিনি বিদায়ী ওসি মোক্তার হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
ওসি মো: রতন শেখ ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বাগেরহাট পিসি কলেজ থেকে স্নাতক পাশ করে ওই বছরই বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করে কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ২০১০ সালে পুলিশ পরিদর্শকে পদোন্নতি লাভ করেন।পরবর্তীতে ২০১৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত জাফলং ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম পিবিআই থেকে ঢাকা রেঞ্জ আদেশে মাদারীপুর জেলায় যোগদান করলে পুলিশ সুপার মহোদয়ের এক আদেশ ওসি হিসেবে তিনি শিবচর থানায় যোগদান করলেন।
পুলিশ পরিদর্শক হিসেবে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে আইজি ব্যাজ (বার), শুদ্ধাচার পুরস্কার জাতিসংঘ শান্তি মিশন পদক পিপিএম সেবা পুরস্কার প্রাপ্ত হন।
নবাগত অফিসার ইনচার্জ সারাক্ষণ নিউজকে জানান, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। শিবচর থানার, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে। তিনি দায়িত্ব পালনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।
তিনি আরো বলেন, সকলের সহযোগিতায় শিবচর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।
তিনি ৫ নভেম্বর ১৯৭৩ সালে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও একটি কন্যা সন্তানের জনক।
Leave a Reply