সাইফুল ইসলাম আকাশ,
মাদারীপুরে শিবচর উপজেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব হাতির বাগান কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা।
শিবচর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় মোট আট দল নিয়ে শিবচর উপজেলা দুইটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবচর পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব বি এম আতাউর রহমান (আতাহার বেপারী),উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর থানা ইনচার্জ অফিসার জনাব মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, মুক্তিযুদ্ধকালীন সাত থানা কমান্ডার জনাব মোঃ মোসলেম উদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তোতা খান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান , ক্রীড়ামোদী, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই।
আগামী ৫ জুন শিবচর পৌর হাতির বাগান মাঠে বিকাল চারটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply