শিবচরনিউজ২৪ ডেস্কঃ
দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শিবচরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বেলা ১১ টার দিকে শিবচর প্রেস ক্লাবে এ শোকসভার আয়োজনে নুরুল ইসলামের কর্মময় জীবন এবং দেশ ও জাতির কল্যাণে তার অবদানের বিষয়গুলো তুলে ধরা হয়। এ সময় দেশের এ কিংবদন্তির রূহের মাগফিতার কামনা করা হয়।
যমুনা টিভির ষ্টাফ রিপোর্টার ও শিবচর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকারের সঞ্চালনায় ও যুগান্তরের শিবচর প্রতিনিধি ও শিবচর প্রেস ক্লাবের সভাপতি এ কে এম নাসিরুল হকের সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব উপজেলা প্রতিনিধি মাওলানা আবু সাইদ,মোহনা টিভির উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি শিব সংকর রবি দাশ, দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রাজা।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন শিবচর চকবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ।
অনুষ্ঠানে শিবচর প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply