শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর শিবচরে আলোচিত রাকিব হত্যা মামলার আসামী নুর আফজাল ওরফে রানা সরদার (৩২) ও সিয়াম সরদার (২২) কে গ্রফতার করেছে র্যাব।
শুক্রবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-৮,সিপিসি-৩, মাদারীপুর ও র্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামী নুর আফজাল ওরফে রানা সরদারকে ও নারায়নগঞ্জ জেলার সদর থানার খানপুর এলাকা থেকে আসামী সিয়াম সরদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুর আফজাল ওরফে রানা সরদার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর এলাকায় খালেক সরদারের ছেলে ও সিয়াম সরদার উপজেলার কেরানীবাট এলাকার হারুন সরদারের ছেলে।
শনিবার সকালে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত মো: রাকিব মাদবর (২৫) উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চর শ্যামাইল এলাকার-মো: নাসির মাদবর এর ছেলে।
র্যাব ও মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাত অনুমান রাত সোয়া আটটার দিকে শিবচর বাজার ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে রাকিবকে একা পেয়ে এজাহারভুক্ত আসামীসহ অজ্ঞাতানামা আসামীরা কুড়াল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ফেলে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-
নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে এ্যাম্বুলেন্সের মধ্যে রাকিবের মৃত্যু হয়।পরের দিন এঘটনায় ওই এলাকার রোকন মাদবরের স্ত্রী
পারুল আক্তার (৪৩) বাদী হয়ে শিবচর থানায় ২২জন সহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরো জানায়, চাঞ্চল্যকর এ ঘটনার ছবি-ভিডিও ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলাটির
গুরুত্ব বিবেচনায় নিয়ে অধিনায়ক, র্যাব-৮ এর দিক নির্দেশনায় সিপিসি-৩ মাদারীপুর ঘটনায় জড়িত আসামী গ্রেফতার করার জন্য কাজ শুরু করে এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতেই তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।থানা-শিবচর, জেলা-মাদারীপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত
আসামীদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মামলা মূলে শিবচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব।