1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার শিবচরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ ছয় দফা দাবিতে শিবচরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি শিবচরে আশরাফুল মাদারেসের সাবেক ছাত্রদের পুনর্মিলনী ও ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ এ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন শিবচরের জেরিন

শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৬.৪১ পিএম
  • ৩২১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে মেধাবী শিক্ষার্থী, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী ফাউন্ডেশন ও মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির যৌথ উদ্যোগে ও মাদবরেরচর আর এম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী চিকিৎসক মোজাম্মেল হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদ হোসেন,
প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক ড. মইনুল হাসান চৌধুরী ও মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ও লেখক শিকদার আবদুস সালাম।

বিদ্যালয় সুত্রে জানা যায় ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থী, বিদ্যালয় থেকে বিভিন্ন সময় দেশের বিভিন্ন সরকারি ও মেডিকেল কলেজে চান্স ও বিসিএস পরীক্ষায় শুপারিশপ্রাপ্ত মেধাবী ১৫ জন শিক্ষার্থী ও বর্তমানে বিভিন্ন শ্রেনীতে অধ্যয়নরত মেধাবী ১২ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রধান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই আর্থিক সহায়তা তাদের পড়াশোনায় অমূল্য ভূমিকা রাখবে। তারা ভালো ফলাফল করে এই সহায়তার মর্যাদা রক্ষার অঙ্গীকার করে।এছাড়াও তারা অনেকেই ভবিষ্যতে অন্যদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে।

আয়োজকরা জানান, এই কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি ও সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ একটি উন্নত সমাজ গঠনে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ” মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদানে পরাশুনায় আরো মনোযোগী হবেন,শিক্ষ্ ক্ষেত্রে এই বৃত্তি বড় ভূমিকা রাখবে। এবছর যারা বৃত্তি পেলো তাদের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রয়েছে। আগামীতে আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,সংগঠনের উপদেষ্ট, মজনু চৌধুরী বাংলাদেশ স্কাউটস এর সাবেক পরিচালক (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মোহাম্মদ গোলাম মোস্তফা, ইফফাত সুলতানা, মাদবরেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি, আজমল হুদা চৌধুরী ইথু, ঢাকা জর্জ কোর্টের বিশিষ্ঠ আইনজীবি ইসতিয়াক আহমেদ চৌধুরী তুমনসহ বিদ্যালয়ের সবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!