মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে এক যুবক নিহত আহত হয়েছে। আহত হয়েছে দুজন।
শুক্রবার রাত সাতটার দিকে সদর উপজেলার জালালপুর গ্রামের বাশতলা এলাকায় এ ঘটনা ঘটে
স্থানীয় সূত্র জানা গেছে, সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের হেমায়েত মাতুব্বরের ছেলে জিহাদ মোটরসাইকেল ঘুরতে এসে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতির কারনে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জিহাদ নিহত হন।
প্রতক্ষদর্শী এসএম আজহার হোসেন জানান, একটি মোটরসাইকেলের তিন যুবক যাচ্ছিল।এই সময় তারা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং দুইজন আহত হয়। পরে ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি এইচএম সালাউদ্দিন জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। একজন মারা গেছে দুজন আহত হয়েছে।