মাদারীপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসন থেকে জাকের পার্টির ৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১ জন মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
এরা হলেন- মাদারীপুর ১ আসনে মোঃ মাসুদ শিকদার, (জাকের পার্টি)। মাদারীপুর-২ আসনে মোঃ আসাদুজ্জামান আকন, (জাকের পার্টি) , মাদারীপুর-৩ আসন মোহাম্মদ ইকবাল হোসেন (জাকের পার্টি) এবং তৌফিকুজ্জামান শাহিন (স্বতন্ত্র)।
বর্তমানে বৈধ প্রার্থীগন হলেন মাদারীপুর-১ আসনে ৩ জন, মাদারীপুর-২ আসনে ৩ জন এবং মাদারীপুর-৩ আসনে ৬ জন। এরা হলেন, মাদারীপুর-০১ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী, বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী তোফাজ্জেল হোসেন খান, জাতীয় পার্টির মোতাহার হোসেন সিদ্দিক। মাদারীপুর-০২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খান, ও বাংলাদেশ কংগ্রেস পার্টির সুবল চন্দ্র মজুমদার। মাদারীপুর-০৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, স্বতন্ত্রপ্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম, তৃনমূল বিএনপির প্রার্থী প্রবীন হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস ও জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল খালেক।
মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও গত রবিবার (৪ ডিসেম্বর) ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রসিদ খান।