শিবচর উপজেলা প্রতিনিধি:
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত হলেন ফেরদৌসী আক্তার।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে শিবচর উপজেলা পরিষদ হল রুমে তাকে শ্রেষ্ঠ জয়িতার পুরুস্কার দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর) পালন উপলক্ষে শিবচর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে তাকে শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত করা হয়।
পরে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে ফেরদৌসী আক্তার শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত হওয়ায় তাকে সম্মাননা পত্র এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা।
ফেরদৌসী আক্তার শিবচরের সুলতান খান কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক ও শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিটিউশনের সিনিয়র সহকারী শিক্ষক মো: বোরহান উদ্দিন খানের স্ত্রী।