মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৪ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) দুপুর টার দিকে শিবচর পৌর বাজারে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদাউস।
জানা গেছে, নিত্যপন্যের দোকানে অতিরিক্ত দামে পেঁয়াজসহ দ্রব্যাদি বিক্রির অভিযোগে অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে মিহির স্টোরকে ৫ হাজার, শিকদার স্টোরকে ১ হাজার, তুহিন স্টোরকে ১ হাজার এবং ভাই ভাই গোস্ত ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর মাদারীপুর এর সহকারি পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান,’অতিরিক্ত দামে পন্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৪ টি দোকানে জরিমানা করা হয়েছে। এবং তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।’