মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ৩টি আসনে মোট ১৭জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর) সকাল থেকে শুরু করে দুপুর পযর্ন্ত তারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সন্ধ্যায় মনোনয়ন জমাদানের বিষয়টি করেছেন মাদারীপুর জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান।
যেসকল দল থেকে মনোনয়ন ফমর জমা দেয়া হয়েছে সেসব দল হচ্ছে আওয়ামীলীগের ৩জন,তৃণমুল বিএনপির একজনজন, জাকের পার্টির ৩জন, জাতীয় পার্টি ২জন,জাতীয় পার্টি(জেপি) একজন,বাংলাদেশ সুপ্রীম পার্টির ২জন, বাংলাদেশ কংগ্রেস থেকে একজন, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ থেকে একজন, বাংলাদেশ তরীকত ফেডারেশন থেকে একজন এবং স্বতন্ত্র থেকে ২জন।
এর মধ্যে মাদারীপুর-১ আসনে থেকে মনোনয়ন জমা দিয়েছেন ৪জন। আওয়ামীলীগ থেকে নুর ই আলম চৌধুরী লিটন, অন্য দল থেকে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন, তরী বাংলাদেশ তরীকত ফেডারেশন থেকে তোফাজ্জেল হোসেন খান, জাকের পার্টি থেকে মো. মাসুদ শিকদার এবং জাতীয় পার্টি (জেপি) মোতাহার হোসেন সিদ্দিকী।
মাদারীপুর-২ আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৫জন। আওয়ামীলীগ থেকে শাজাহান খান, জাকের পার্টি থেকে আসাদুজ্জামান আকন, বাংলাদেশ সুপ্রীমপার্টি থেকে ইউসুফ আলি সুমন, জাতীয় পার্টি থেকে একেএম নুরুজ্জামান এবং বাংলাদেশ কংগ্রেস থেকে সুবল চন্দ্র মজুমদার।
এছাড়াও মাদারীপুর-৩ থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৮জন। আওয়ামীলীগ থেকে আব্দুস সোবাহান গোলাপ, জাকের পার্টি থেকে মোহাম্মদ ইকবাল হোসেন, তৃণমুল বিএনপি থেকে প্রবীন হালদার, বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে নিতাই চক্রবর্তী, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে নকুল কুমার বিশ্বাস, জাতীয় পার্টি থেকে মোহাম্মদ খালেক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তাহমিনা বেগম এবং তৌফিকুজ্জামান।
দুই স্বতন্ত্র প্রার্থী একজন তাহমিনা বেগম এবং অন্যএকজন তৌফিকুজ্জামান। তিনি কালকিনি উপজেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তাহমিনা বেগম সংরক্ষিত মহিলা আসনের এমপি এবং কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও তৌফিকুজ্জামান সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।