শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর ১ (শিবচর) আসনে মোট ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর) সকাল থেকে শুরু করে বিকেলে পযর্ন্ত তারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মাদারীপুর জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান মনোনয়ন জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন
তারা হলেন আওয়ামীলীগ থেকে নুর ই আলম চৌধুরী লিটন, বাংলাদেশ তরীকত ফেডারেশন থেকে তোফাজ্জেল হোসেন খান, জাকের পার্টি থেকে মো. মাসুদ শিকদার এবং জাতীয় পার্টি (জেপি) মোতাহার হোসেন সিদ্দিকী।