শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাস্তিক ব্লগার আসাদ নুরের শাস্তির দাবিতে মাদারীপুর শিবচরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের পুরাতন কাওরাকান্দি ৩নং ফেরিঘাট এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ, আলেম ওলামাসহসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে মিছিলটি ওই এলাকার বেইলি ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, আমাদের মুসলমানদের কলিজার টুকরো হযরত মোহাম্মদ( সাঃ)কে নিয়ে নানা কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় ভিডিও মন্তব্য করে ব্লগার আসাদ নুর। এই নাস্তিতকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা। এবং আল্লাহ রাসুল (সাঃ) এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়নের দাবি জানাচ্ছি।
কাওড়াকান্দি ঘাট মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্ব এসময় স্থানীয় কয়েকটি মসজিদের মুসল্লী ও ছাত্ররা উপস্থিত ছিলেন ।