শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে চুরি করে নিয়ে যাওয়া মোবাইল ফোন চাইতে গিয়ে অভিযুক্ত ও তার পরিবারের হামলায় কাশেম শিকদার (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে আড়াইটার দিকে উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের চর গুয়াতলা ভোরেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাশেম শিকদার ওই এলাকার জয়নাল শিকদারের ছেলে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে শিবচরের দ্বিতীয়খন্ড ইউনিয়নের চর গুয়াতলা ভোরের বাজার এলাকার কাশেম শিকদারের ঘর থেকে একই এলাকার কাশেম মাদবরের ছেলে রাসেল মাদবর দুইটি স্মার্ট ফোন চুরি করে। এসময় ঘরের লোকজন তাকে দেখে ফেললে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। মোবাইল চুরির পর থেকেই অভিযুক্ত রাসেল মাদবর গা ঢাকা দেয়। দীর্ঘ প্রায় ৩ মাস পর গতকাল রোববার বাড়িতে আসে সে।
এদিকে রাসেল মাদবরের গতকাল বাড়িতে আসার খবর পেয়ে সোমবার দুপুরে কাশেম শিকদার ও তার ছেলে মামুন শিকদার চুরি করে নেয়া মোবাইল ফোন চাইতে রাসেল মাদবরের বাড়িতে যায়। এসময় রাসেলের সাথে কাশেম শিকদার ও তার ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল মাদবর ও তার পরিবারের সদস্যরা মিলে লাঠিসোঁটা, দা-বটি নিয়ে কাশেম শিকদার ও তার ছেলের উপর হামলা চালায়। হামলায় কাশেম শিকদার আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের ভাই আফজাল শিকদার বলেন,ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম,মাঠের মধ্যে চ
নিহতের ছেলে মামুন শিকদার বলেন, ‘প্রায় তিন মাস আগে আমাদের ঘর থেকে মোবাইল চুরি করে পালানোর সময় আমরা রাসেল মাদবরকে ধরার চেষ্টা করি। কিন্তু সে আমাদের হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যায়। দীর্ঘ দিন পর গতকাল সে বাড়িতে এসেছে জানতে পেরে আজকে আমি ও আমার বাবা মোবাইল ফোন চাইতে তাদের বাড়িতে যাই। এসময় রাসেল, তার বাবা কাশেম মাদবরসহ তার পরিবারের সদস্যরা কোদাল, বটি, লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমার বাবার মৃত্যু হয়েছে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘একটি মোবাইল ফোন চুরির ঘটনায় মোবাইল ফোনটি চাইতে অভিযুক্তের বাড়িতে গেলে অভিযুক্ত ও তার লোকজনের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। তাছাড়া এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।’