শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে দিনে দুপুরে এক শিক্ষক দম্পত্তির বাসায় চুরির ঘটনা ঘটে। এসময় সময় চোরেরা নগদ ৭০ হাজার টাকা, প্রায় ১৮ ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ নিয়ে যায়।
রবিবার (৬ নভেম্বর) আনুমানিক বেলা ১১ টার দিকে উপজেলার খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ভীম চন্দ্র দাসের
শিবচর পৌর বাজারের গুয়াতলা এলাকার লালন মঞ্চ সংলগ্ন তার ভাড়ার বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, সকালে ভীম চন্দ্র দাশ ও তার স্ত্রী দুজনেই শিক্ষক হওয়ায় তাদের নিজ নিজ কর্মস্থলে চলে যান। বেলা সোয়া ১১ টার দিকে তার নবম শ্রেনীতে পড়ুয়া মেয়ে বিদ্যালয় থেকে বাসায় আসলে বাসার দরজা খোলা দেখতে পান।পরে সে ভিতরে প্রবেশ করে বাসার আলমারী, সোকেস ও টেবিলের তালা ভাঙ্গা দেখতে পান। পরে তিনি তার বাবা মাকে খবর দিলে তারা এসে তাদের টাকা,স্বর্ন ও ল্যাপটপ চুরি হয়ে গেছে।
ভীম চন্দ্র দাশের স্ত্রী গীতা রানী মিত্র বলেন,সকালে স্কুলে যাওয়ার কিছুক্ষণ পরে আমার মেয়েটি আমাকে ফোন দিয়ে ঘটনা জানালে আমি বাসায় গিয়ে দেখি আলমারিতে রাখা আমার ১৮ ভরি স্বর্ন ও ৭০ হাজার টাকা চুরি হয়।এছাড়াও আমার মেয়ের ল্যাপটপটি ও আলমারিতে রাখা আমাদের বিভিন্ন ব্যাংকের ডিপিএসের বই চোরেরা নিয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,ঘটনাটি শোনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন,আমরা চুরি হওয়া মালামাল উদ্ধার করতে কাজ করে যাচ্ছি। “