মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার কালকিনিতে অজ্ঞাত এক যুবকের(২২) মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২০ অক্টোবর) দুপুরে উপজেলার আড়িয়াল খাঁ নদের এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামের কদমতলী খেয়া ঘাট নামক স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে,বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী নদীতে মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশ খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন
এর নেতৃত্বে পুলিশ এসে লাশটি উদ্ধার করে
মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, ‘অজ্ঞাত যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।