কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় বন্যা উপদ্রুত এলাকার ১১০ জন স্থানীয় গরীব ও দু:স্থ মানুষের মাঝে খাদ্য ও পূর্ণবাসন সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এস সামগ্রী বিতরন করা হয়েছে।
সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার গিয়াসউদ্দিন এবং সার্জেন্ট নুরুজ্জামান এর সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার মেয়র এস.এম হানিফ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ এমরান খান,সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেনসহ সেনাবাহিনীর ৯পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।