মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। এসময় দুইজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগীতায় ফাঁসিয়াতলা হাট থেকে অভিযান পরিচালনা করে হাটের দুইটি দোকান থেকে ৩ লাখ টাকার ৭১টি চায়না দুয়ারি ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়।পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার জানান, দুইটি দোকান থেকে ৩লাখ টাকার ৭১টি চায়না দুয়ারি ও প্রায় ২০লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধাকৃত জাল জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। এদিকে এ ব্যবসার সাথে জরিত থাকার অভিযোগে মিয়াচন ও আব্দুল আলীম নামে দুইজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, উদ্ধারকৃত জাল জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।এসময় দুইজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।