ডিস্ট্রিক্ট করেসপন্ডেণ্ট, মাদারীপুরঃ
স্বপ্নের পদ্মাসেতুতে পরীক্ষামূলকভাবে জ্বালানো হয়েছে ল্যাম্পপোস্টের বাতি। পরীক্ষামূলক ভাবে ল্যাম্পপোস্ট জ¦লে উঠায় আলোকিত হয়ে উঠে পদ্মাসেতুর ১২ নম্বর স্প্যান। শনিবার (৪ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ল্যাম্পপোস্ট জ্বালানো হয় বলে জানা গেছে। ১৯ নম্বর স্প্যান পর্যন্ত ২৪ টি বাতি জ্বালানো হবে বলে পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছেন।
এই নৌরুট দিয়ে চলাচলকারী যাত্রীরা হঠাৎ করেই সেতুতে আলো জ¦লতে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেন। শনিবার বিকেলে নৌরুটে লঞ্চে যাতায়াতকারী যাত্রীরা জানান,‘পদ্মাসেতুতে আলো জ¦লতে দেখে খুবই ভালো লেগেছে। আগামী ২৫ জুন উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মাসেতু। এখন শুধু দিন গুনছি। পদ্মার বুকের মাথা উঁচু করে দাঁড়ানো স্বপ্নের এই সেতুর ল্যাম্পপোস্টের আলো দেখে ভীষণ আনন্দিত আমরা। এ যেন স্বপ্ন জয়ের আলো!’
সন্ধ্যায় শিমুলিয়া থেকে লঞ্চে করে শিবচরের বাংলাবাজার ঘাটে এসে নামা ভাঙ্গা উপজেলার যাত্রী মো. পলাশ জানান,‘পদ্মাসেতুর ল্যাম্পপোস্ট জ্বলে উঠেছে। লঞ্চে সম্ভবত এটাই শেষ পারাপার। আগামীতে আশা করছি সেতুর উপর দিয়েই ঢাকা যেতে পারবো। পদ্মাসেতুতে জ¦ালানো হচ্ছে ল্যাম্পপোস্ট। সবগুলো বাতি জ¦ললে পদ্মার বুকে রাতে মোহনীয় সৌন্দর্য তৈরি হবে। আর পদ্মাসেতু ছড়াবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির আলো।’
উল্লেখ্য, ২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। ৬.১৫ কিলোমিটার সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি, মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।