মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ভ্যানে ঘুরতে গিয়ে ভ্যান উল্টে রমজান কবিরাজ(১২) ও রিফাত হোসেন(১১) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা পরস্পর বন্ধু ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্র।
বুধবার (১৩ এপ্রিল) রাতে তারা ভ্যানে চরে ঘুরতে বের হয়েছিল।
রাত সাড়ে ৯ টার দিকে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
নিহত রমজান কবিরাজ শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকার জামাল কবিরাজের ছেলে ও রিফাত হোসেন একই এলাকার মনজুর হোসেনের ছেলে।
কালকিনি থানার পরিদর্শক(তদন্ত) মো. নাসির উদ্দিন জানান, ‘রমজান, রিফাত ও ইব্রাহিম নামে ৩ সহপাঠী রাতে ভ্যানে করে ঘুরছিল। এমন সময় একটি কুকুর দৌড়ে ভ্যানের চাকার নিচে চলে গেলে নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটি উল্টে তাদের উপর পরে। গুরুতর আহতাবস্থায় রমজান ও রিফাতকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’