মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে নিজ বাড়ির সামনে বালুবোঝাই নছিমনের চাপায় সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান (চান মিয়া) ৬১ নিহত হয়েছেন
শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার চর-ঠেংগামারা গ্রামের নিজ বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদুজ্জামান (চান মিয়া) পৌর এলাকার চর-ঠেঙ্গামারা গ্রামের মৃত্যু আরব আলী সরদারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াহিদুজ্জামান সরদার চাঁন মিয়া সন্ধ্যায় তার বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অবৈধ বালুবাহী নসিমন এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী আলী হোসেন বলেন, সন্ধ্যায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি নসিমন তাকে চাপা দেয়।এসময় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়।পরে পরিবারের ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক রাসেল বলেন, চাঁন মিয়ার নসিমন চাপায় মৃত্যু হয়েছে বিষয়টি আমরা জেনেছি। আসলে বিষয়টি দুঃখজনক।পরিবার থেকে কোন অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হব।”