শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরের ৫শত ৩৫ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর হাওলাদার (২৫)নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবচর থানা পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায়
উপজেলার মাদবরচর পুরাতন ফেরি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জাহাঙ্গীর শিবচর উপজেলার মাদবরচরের ছুলু বেপারীর কান্দি গ্রামের সামচু হাওলাদারের ছেলে।
শিবচর থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সন্ধ্যায় ওই গ্রামে কয়েকজন লোক ইয়াবা বিক্রি করছে।পরে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই মাদককারবারীকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫শত ৩৫পিস ইয়াবা ও বিক্রির সময় নগদ ২হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানান, আটককৃত জাহাঙ্গীর এলাকায় চিহ্নিত মাদককারবারী।
শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন জানান, উপজেলার মাদবরচরে চিহ্নিত মাদককারবারী জাহাঙ্গীর হাওলাদারকে আজ শনিবার সন্ধ্যায় ইয়াবা বিক্রির সময় গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।