শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে উৎরাইল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে আব্দুল কাদের চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার(৮ জানুয়ারি) বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরীর কণিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী আনিসুল কাদের চৌধুরী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতে মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হচ্ছে। করোনার প্রকোপ বেশি থাকায় গত ২ বছর স্থগিত ছিল এ অনুষ্ঠানের। বর্তমানে প্রতিটি শ্রেনিতে মেধা তালিকায় প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত মোট ২৫ জন শিক্ষার্থীদের মাঝে অর্ধলক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশ্রাফুল আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আক্কাস মোল্লা, সরকারি বরহামগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো.তোতা মিয়া,বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আমেরিকা প্রবাসী রায়ান চৌধুরী, রিয়ানা চৌধুরী, আবু জাফর চৌধুরী, নেওয়াজ আহমেদ চৌধুরী,বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো.নূরুল হক মিয়া, ব্যাংক কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, অভিভাবক সহ অন্যরা।