শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরের দুই ইউনিয়ন পরিষদে ৫ম ধাপে অনুষ্ঠিত হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার পদ্মানদী সংলগ্ন ইউনিয়ন বন্দরখোলা ও কাঁঠালবাড়ী ইউনিয়নে বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল ৪ টায় শেষ হয় ভোট গ্রহন।
বুধবার (৫ জানুয়ারি) রাত নয়টার দিকে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
ভোট গণনা শেষে বন্দরখোলা ইউনিয়নে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে আব্দুর রহমান সাদ্দাম খান। তিনি ভোট পেয়েছেন ৩৬৩৫ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন অটোরিক্সা প্রতীকের নিজাম উদ্দিন আহমেদ। তিনি ভোট পেয়েছেন ১৫১৫ টি। অন্যদিকে কাঁঠালবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকে ৫৩৭৬ ভোট পেয়ে আবারও চেয়ারম্যান পদে বিজয়ী হলেন মোহসেন উদ্দিন সোহেল বেপারী। ৪২৬৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন মোটরসাইকেল প্রতীকের মোতাহার হোসেন বেপারী।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান,” মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেরেছি এজন্য গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”