নাসির উদ্দিন ফকির লিটন,কালকিনি থেকেঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভার উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় পৌরসভার কয়েকটি সড়কসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠান উদ্বোধন করেন। এতে পৌরসভার মেয়র এস এম হানিফ সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ,উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার, উপজেলা সাবেক নারী ভাইস-চেয়ারম্যান কাজী নাসরিন,পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি শাহাদাত সরদার,উপজেলা তাঁতীলীগের সভাপতি রেজাউল ফরাজী, উপজেলা মৎস্যজীবিলীগের সাধারন সম্পাদক আবদুল কাদের। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা তাঁতীলীগের সভাপতি জামাল হোসেন ও পৌরসভা ছাত্রলীগের সাধারণ আবুসাঈদ সরদার লিখন প্রমুখ।