প্রতিনিধি মাদারীপুর।
রাত পোহালেই মাদারীপুর সদরের ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন উপলক্ষে শনিবার দুুপুর থেকে সদর উপজেলা চত্ত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার, ভোট বাক্সসহ সরঞ্জামাদি বুঝিয়ে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তারা। পরে কড়া নিরাপত্তায় পুলিশের সহায়তা কেন্দ্রে কেন্দ্রে মালামাল পৌঁছে দেয়া হয়েছে।
জানা যায়, এ নির্বাচনে ১৩ টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করলেও শুধুমাত্র ঝাউদি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ৫ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৫ জন আনসার মোতায়েন থাকবে। এছাড়াও নির্বাচনী এলাকায় ৩ প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র্যাবের ৩ টি টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন। এ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক ছাড়া প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করছেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭১ জন, মেম্বার প্রার্থী ৩ শত ৫৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১ শত ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদারীপুর সদর উপজেলায় ১৪ টি ইউনিয়নে ২ লাখ ২১ হাজার ৭’শ ৮৩ জন ভোটার ১৩১টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। যার ভেতরে নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৩’শ ২৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৪’শ ৫৯ জন।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান,” ইতোমধ্য আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।এপর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্য কাল সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।”