প্রতিনিধি কালকিনিঃ
মাদারীপুরের ডাসারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ আসিক (২২) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার ডাসার ইউনিয়নের পশ্চিম কোমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসিক মাদারীপুর সদরের থানতলী গ্রামের সাগর হাওলাদারের ছেলে।
ভূক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার পশ্চিম কোমলাপুর গ্রামের জাহানান্দার শরীফের নির্মানাধীন ভবনের দীর্ঘদিন যাবত নির্মাণ কাজ করে আসছেন শ্রমিক আসিক। প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাত ৮ টার দিকে আসিক হাওলাদার ওই ভবনে কাজ শুরু করেন। এসময় তার হাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত শ্রমিক আসিকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।