মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ‘বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ‘ নামে একটি রো রো ফেরির ধাক্কা লাগে ।তবে তাৎক্ষণিক ফেরি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি। পরে চালক নির্বিঘ্নেই শিমুলিয়াঘাটে এসে ফেরি নোঙর করেছেন বলে জানা যায়।
সোমবার (৯ আগষ্ট ) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। এর আগে ফেরীটি বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে এদূর্ঘটনা ঘটে।বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সুত্র এ তথ্য নিশ্চিত করে।
স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা যায়,বাংলাবাজার ঘাট থেকে থেকে ১৬ টি ছোট গাড়ি ও ১১ টি ট্রাক ও কিছু যাত্রী নিয়ে যানবাহন ফেরিটি শিমুলিয়ার দিকে যাচ্ছিল। পথে পদ্মা সেতুর পিলারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করেই ফেরি বন্ধ হয়ে সজোরে সেতুর পিলারে গিয়ে ধাক্কা লাগে।এতে একটি পিকআপে থাকা কিছু মালামাল একটি ব্যক্তিগত গাড়ির উপরে পড়ে গাড়িটি সামান্য ক্ষতি হয়।
এ বিষয়ে জানতে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার বিষয়টি আমার জানা নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল ঘটনার সততা নিশ্চিত করেন।