কালকিনি করেসপন্ডেন্টঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মিরাজ খান ও তার ছেলে নাজমুল খানকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এসময় মিরাজ খানের পা বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পরে মিরাজ খানের বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে কালকিনি পুলিশ।
পরে এই ঘটনার জের ধরেই মিরাজ খানের লোকজন প্রতিপক্ষ সাজ্জাদ তালুকদার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনির পূর্ব এনায়েত নগর এলাকার মিরাজ খানের সাথে একই এলাকার কাশেম তালুকদারের সাথে অধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ চলে আসছিল। এই দ্বন্দের জের ধরেই বৃহস্পতিবার সকালে মিরাজ খানের উপর হামলা করে প্রতিপক্ষ কাশেম তালুকদারের লোকজন। পরে কাশেম তালুকদারের ছেলে সাজ্জাদ তালকদারকে কুপিয়ে গুরুতর জখম করে মিরাজের খানের লোকজন। ঘটনার পরে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালকিনি থানার ওসি ইসতিয়াত আশফাক রাসেল জানান, বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের মামলাই প্রক্রিয়াধীন। ধারনা করা হচ্ছে অধিপত্য বিস্তার করা নিয়েই এই ঘটনা ঘটেছে।