প্রতিনিধি কালকিনিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলা ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার (২৬ জুলাই) দুপুরে ঢাকায় সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ডাসার থানাকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
কালকিনি উপজেলার আওতাধীন ডাসার থানাকে পৃথক উপজেলা করার সিদ্ধান্তের খবর প্রচার হওয়ার পর এলাকায় আনন্দ মিছিল করেন ডাসার থানা আওয়ামী লীগ, ডাসার উপজেলা বাস্তবায়ন কমিটি, স্থানীয় লোকজন ও আলীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।সমাবেশে এতোদিন প্রশাসনিক জটিলতায় দিন কাটাতে হয়েছে ডাসার বাসীকে। এখন উপজেলা ঘোষণা করায় তাদের দুর্ভোগ কমবে বলে ভাবছেন অনেকেই।
ডাসার উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা সাংবাদিক বেলাল রিজভী বলেন,’ডাসার উপজেলা ঘোষণার দাবি আমাদের দীর্ঘদিনের। এই অঞ্চলের মানুষের স্বপ্ন এটি। আশা করি, উপজেলা পরিষদ বাস্তবায়নের কার্যক্রম দ্রুত শুরু করা হবে।এছাড়াও মাদারীপুরে আরো একটি উপজেলা বৃদ্ধি পাওয়ার মাদারীপুর গ্রেড ও বৃদ্ধি পেয়েছে’
ডাসার থানা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, ডাসারবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ডাসার থানাকে উপজেলা ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে ডাসার থানাকে উপজেলা ঘোষণা করায় এক বিবৃতিতে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন,’ আজকের নিকার সভায় মাননীয় প্রধানমন্ত্রী ডাসার থানাকে উপজেলা সৃষ্টির অনুমোদন দিয়েছেন।এছাড়াও মাদারীপুর জেলাকে ‘সি’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডের মর্যাদা দিয়েছেন।দুইটি জিনিসই আমার স্বপ্ন ছিলো।তিনি আমাদের দীর্ঘদিনের এই কর্ম ও প্রচেষ্টাকে বাস্তবে রুপ দিয়েছে।বর্ষ সেরা দুইটি উপহার দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই’
এসময় আরো উপস্থিত ছিলেন বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন,ডাসার উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটির সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সৈয়দ রাশেদুজ্জামান রাসেদ, সৈয়দ এনায়েত, সৈয়দ হেমায়েত ও স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ।
এর আগে গত ২০১৩ সালে কালকিনি উপজেলার ডাসার,কাজী বাকাই, বালিগ্রাম , নবগ্রাম ও গোপালপুর ইউনিয়নকে নিয়ে ডাসারকে থানা হিসেবে ঘোষনা করা হয়।