প্রতিনিধি কালকিনিঃ
মাদারীপুরের কালকিনি বজ্রপাতে রেজাউল হক সরদার(৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়।
রবিাবর (৪ জুলাই) বেলা ৩ টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কোলচরি গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল উপজেলার কোলচরি গ্রামের আঃ সত্তারের ছেলে।
পারিবারিক ও এলাকাবাসী সুত্রে জানা যায়,দুপুরে কৃষক রেজাউল নিজ জমির পাট ও গরুর জন্য ঘাষ কেটে নৌকায় করে বাড়ি ফিরতেছিলেন।এসময় হালকা বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ বিকট শব্দ করে তার মাথার উপর বজ্রপাত নিপোতিত হয়। এতে তার মাথা র্চুণ বির্চুণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রত্যক্ষদর্শীরা তার বাড়িতে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান নিহতর বাড়ি গিয়ে পরিবারের সবাইকে শান্তনা দেন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগত বিশ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসতিয়াক আসফাক রাসেল ঘটনার সততা নিশ্চিত করেন।