শিবচর নিউজ২৪.কম ডেস্কঃ
শিবচরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অবরুদ্ধ নিম্ন আয়ের মানুষের মাঝে এবার চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি’র নির্দেশে শিবচর পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খানের উদ্যোগে ৭শত পরিবারের মাঝে ২ কেজি করে বিভিন্ন পদের সবজি বিতরণ করা হয়।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টার দিকে পৌর আ.লীগের সাংগনিক সম্পাদক নাজমুল হুদা খান (সহিদ) এর তত্বাবধানে পৌর বাজারের টিএনটি রোড়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এ সবজি বিতরণ করা হয়।
এ বিষয়ে শিবচর পৌর আ.লীগের সাংগনিক সম্পাদক নাজমুল হুদা খান (সহিদ) বলেন, ‘চীফ হুইপের নির্দেশে পৌর মেয়র আওলাদ হোসেন খানের নিজস্ব তহবিলে খাদ্যসামগ্রী হিসাবে বিভিন্ন সবজি বিতরন করা হয়ে। আমাদের এই বিতরণ কাজ ‘চীফ হুইপের নির্দেশে অব্যাহত থাকবে।
এসময় পৌর আ,লীগের সাধারণ সম্পাদক শঙ্কর চন্দ্র ঘোষ, ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক তৌকীর খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply