শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ড.নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৩ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো: লুৎফর রহমানের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবচর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কলেজ গভার্নিং বডির সভাপতি আবদুল লতিফ মুন্সী।
কলেজের প্রভাষক জুয়েল আহম্মদের সঞ্চালনায় কলেজ শাখা ছাত্রলীগের সহযোগিতায় এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এখলাছ উদ্দিন চুন্নুসহ অন্যন্নরা।
অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়। এবছর প্রতিষ্ঠানটি হতে ২৫৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে বলে জানা যায়।
অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ,শিক্ষক মন্ডলী, বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকগনসহ কলেজের বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।