আবু মুছা রওসাদ, সিঃ ষ্টাফ করেসপন্ডেন্টঃ
মাদারীপুরের শিবচরে সড়ক পারাপারের সময় ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জোনায়েদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মে) বিকেল সাড়ে ৬ টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের চৈতা মোল্লার কান্দি গ্রামে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোনায়েদ ওই এলাকার ইউনুস বেপারীর ছেলে
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধ্যার দিকে জোনায়েদ এর বাড়ির সামনে মসজিদে মুসুল্লিরা ইফতার করছিলেন। এসময় জোনায়েদ ইফতারি খাওয়ার উদ্দেশ্য বাড়ির সামনের রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিল।হঠাৎ মাদবরেরচর হাটের দিক থেকে আসা একটি দ্রুতগতির একটি ভ্যান জোনায়েদ উপর দিয়ে চাপা দিলে গুরুতর আহত হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এসময় ঘাতক ভ্যানটির চালক সন্নাসীর চর ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দি গ্রামের আবু বক্কর কে আটক করে এলাকাবাসী।
পরে শিবচর থানার পুলিশের উপ পরিদর্শক রাম প্রসাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply