1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার

১০ ডিসেম্বরের পর খালেদা জিয়া ,তারেক জিয়ার কথায় বিএনপি চলে কিনা সেটিই সন্দেহ -চীফ হুইপ

  • প্রকাশিত : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১০.২০ পিএম
  • ৬৫৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

আর মাত্র কয়েকটা দিন বাকি । আগামী ১০ তারিখের পর নাকি খালেদা জিয়ার কথায় বাংলাদেশ চলবে। আমরা কয়েকটা দিন অপেক্ষা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় যে জেলের পরিবর্তে বাসায় আছে। তার কথায় নাকি প্রশাসনসহ সব চলবে। বলারও একটা কথা থাকে । সেই ক্ষমতা অর্জন করতে হয়। জাতির পিতা স্বাধীনতার আগে বলেছিলেন। তার কাছে সেই ক্ষমতা ছিল। সে মানুষকে সেভাবে তৈরি করেছিল। এই ধরনের কথা বলে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে বিএনপি। ১০ তারিখের পরে সরকার চলবেতো দূরের কথা ওনার কথায় দল চলে কিনা সেটাই সন্দেহ হচ্ছে। বিএনপি ১০ তারিখের পরে তাদের কথা মতো চলবে কিনা ? ছেলের কথায় চলবে নাকি মায়ের কথায় চলবে সেটা দেখার জন্য ১০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। শনিবার শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধা কর্নার উদ্বোধন শেষে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। এরপর তিনি ঘূর্নিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরন করাসহ কয়েকটি বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন। এসময় মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চেীধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টিও টানাপোড়ন নিয়ে চীফ হুইপ বলেন, আগামী কাল সংসদ বসবে। জাতীয় পার্টিতে ভাবী দেবরের গন্ডগোল চলছে। এক চেয়ার নিয়ে গন্ডগোল শুরু করছে। ওই চেয়ারে কাল ভাবী বসবে না দেবর বসবে ? এটা হলো ১৯৮৬ সালে যে পাপ করছিল,১৯৮৮ সালে যে অন্যায় করছিল। ট্রাক চাপা দিয়ে ছাত্র মারছিল তার ফল। সেই পাপ কখনো বাপেরে ছাড়ে না। এরশাদ সাহেবের পাপ তার দলের মধ্যে এসে গেছে। এমন অবস্থায় গেছে এতদিন আওয়ামীলীগের সাথে জোটে থেকে একটা জায়গা ছিল বিরোধী দলে ছিল। এবার এমন অবস্থা শুরু করছে এরশাদের ভাই শেষ প্যারাকটা মেওে দিচ্ছে। আগামী নির্বাচনে হ্যারিকেন দিয়ে জাতীয় পার্টি খুজতে হবে। আওয়ামীলীগের দয়ায় কিছু আসনে সংসদে আসার সুযোগ হয়েছে। আওয়ামীলীগ ছাড়া জাতীয় পার্টির কোন নেতা এমপি হবে। কোন আসনে হবে বলুকতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!