প্রতিনিধি কালকিনিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নের ও হাসপাতালটিকে ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণ ও মাদারীপুর জেলায় একটা মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে
কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের ব্যানারে কালকিনি-ভুরঘাটা প্রধান সড়কের কালকিনি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মানুষের মৌলিক চাহিদা গুলোর মধ্যে চিকিৎসা অন্যতম। অথচ মাদারীপুরের কালকিনিবাসী সেই মৌলিক চাহিদা হতে একপ্রকার বঞ্চিতই বলা চলে। উপজেলায় ২ লক্ষ ৭৩ হাজার ২৫৮ জন মানুষের বসবাস হওয়া সত্ত্বেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মাত্র ৫০ শয্যার।তাই উপজেলাবাসী কাঙ্খিত চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে। এজন্য অতিদ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণের দাবি জানানো হয়। এছাড়াও মানববন্ধনে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালের প্লাস্টার ঝুঁকিপূর্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত মেরামতের আহ্বান জানানো হয়।
এসময় বক্তারা আরো বলেন,হাসপাতালে মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হতে আসে,অথচ দীর্ঘদিন সংস্কারহীন পড়ে থাকায় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালের প্লাস্টার ধসে রোগীদের আরো আহত আশংকা রয়েছে ।তাই দ্রুত এই সমস্যার সমাধান করা প্রয়োজন বলে মনে করেন তারা । এছাড়াও মাদারীপুরে উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগীদের প্রায়ই দূরে ফরিদপুর অথবা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় অনেক মূমুর্ষ রোগী পথেই মারা যায়। তাই মাদারীপুরে অনতিবিলম্বে একটা মেডিকেল কলেজ স্থাপনের দাবী জানানো হয় মানববন্ধনে।
এসময় বক্তব্য রাখেন কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র সরাফাত হোসেন,তামিম হাসাইন,নাইমুল হাসান নাহিদ,জিল্লুর রহমান সিয়াম প্রমুখ।