1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার শিবচরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ

সারাক্ষন নিউজে সংবাদ প্রকাশের পর, শিবচরে দরিদ্র শারমিনের পড়ালেখার দায়িত্ব নিলো চীফ হুইপ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৯.২৩ পিএম
  • ১৩৬৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:

সারাক্ষণ নিউজে সংবাদ প্রকাশের পর শিবচরে দরিদ্র পরিবারের সন্তান শারমিনের পড়ালেখার দায়িত্ব নিলো জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য নুর ই আলম চৌধুরী এমপি।

শারমিন উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রহমতুল্লাহ হাজীর কান্দি গ্রামের ভ্যানচালক আবদুল কুদ্দুসের মেয়ে। সে ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় স্থানীয় নুর উদ্দিন মাদবরের কান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ অর্জন করে।

এর আগে গত ৩০ জুলাই ” শিবচরে দারিদ্রতা ও নদী ভাঙন ঠেকাতে পারেনি শারমিনের এ প্লাস,হতে চায় চিকিৎসক ” শিরোনামে সংবাদ প্রচার করে সারাক্ষণ নিউজ ।এর পর থেকে নজর পড়ে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপিসহ স্থানীয় লোকজনের।

মেয়ের এই সফলতায় বাবা-মা খুব খুশি। কিন্তু দারিদ্রতার কারণে মেয়ে কলেজে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে কিনা তা নিয়ে চরম দুঃশ্চিন্তায় ছিল পরিবার।

বৃহস্পতিবার দুপুরে চীফ হুইপ পক্ষে মাদারীপুর জেলা পরিষদের সদস্য আয়েশা সিদ্দিকা মুন্নী, বন্দর খোলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান খান সাদ্দাম ও বন্দর খোলা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফা ইয়াসমিন লতা মিষ্টি নিয়ে শারমিনের বাড়ি যায়।

এসময় তারা শারমিনের পড়ালেখার সকল দায়িত্ব জাতীয় সংসদের চীফ হুইপ গ্রহণ করবেন বলে জানান। এদিকে, এ খবর পেয়ে শারমিন ও তার পরিবারের দুশ্চিন্তা কেটেছে, দারুণ খুশি তারা।

আবেগে আপ্লুত শারমিনে মা লাকী বেগম জানান,মেয়েটি কষ্ট করে এ প্লাস পেয়েছে। মেয়ের কলেজে পাড়াশোনা ও লেখাপড়া নিয়ে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলাম। দারিদ্রতার কারণে মেয়েকে কলেজে ভর্তি করাতে পারবো কিনা তা নিয়ে সন্দেহ ছিল। আমাগো এমপি সাহেব আজ মেয়েটির পড়াশোনার দায়িত্ব নিবেন। তিনি চীফ হুইপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শারমিন বলেন, দারিদ্রের কষাঘাতের মধ্য দিয়ে অনেক কষ্ট করে আমি পড়ালেখা করেছি। আমি স্বপ্ন ডাক্তার হবো, ডাক্তারি পোশাকে আমি রোগীদের সেবা করবো। আজ আমার বাড়ি আমাদের চেয়ারম্যান এসেছে।ম্যাম এসেছে।আমার পড়াশোনা ভার আমাদের চীফ হুইপ মহোদয় নিয়েছেন।জেনে খুব খুশি।আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দদদদদদদদদদদ খুব চিন্তিত ছিলাম কলেজে ভর্তি নিয়ে।আজ চিন্তা মুক্ত হোলাম,আমি পড়ালেখা করতে পারবো। আমি আমাদের চীফ হুইপের অবদান চিরদিন মনে রাখবো। ভাবিষ্যতে আমি একজন মানবিক ডাক্তার হয়ে দেশ ও দেশের জনগণের সেবায় আত্মনিয়োগ করতে চাই।  সকলে আমার জন্য দোয়া করবেন।

বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান খান সাদ্দাম বলেন, শারমিন আমার ইউনিয়নের চরাঞ্চলের মেয়ে।সে কষ্ট করে ৫ কিলোমিটার দূরের স্কুলে গিয়ে ভালো একটি রেজাল্ট করছে এজন্য আমরা খুব খুশি।আমাদের অভিভাবক মাননীয় চীফ হুইপ ওর পড়াশোনা দায়িত্ব নিছে এজন্য আমি বন্দরখোলা বাসীর পক্ষে তাকে ধন্যবাদ জানই।

মাদারীপুর জেলা পরিষদের সদস্য আয়েশা সিদ্দিকা মুন্নী বলেন,আমি আসলে নিউজের মাধ্যমে জানি যে বন্দরখোলা ইউনিয়নের চরাঞ্চলের মেয়ে এতো সুন্দর একটি রেজাল্ট করছে।সে বাড়ি পাঁচ কিলোমিটার দূরে তার স্কুলে পায়ে হেঁটে যেতো।এই খবরটি আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে যায়।পরে তিনি আমাকে জানান।আমি তার পক্ষে ওকে শুভেচ্ছা জানানোর জন্য মিষ্টি নিয়ে আসি।শারমিন ও তার পরিবারের লোকজনের সাথে কথা হলো। আমি গিয়ে তাকে জানাবো।অবশ্যই তিনি শারমিনের পাশে থাকবেন।এমপি সাহেবের সাথে আমার কথা হয়েছে তিনি ওর লেখা পড়ার সব দায়িত্ব নিয়ে নিবে।’

এসময় নুর উদ্দিন মাদবরের কান্দি এসইএসপিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, বন্দর খোলা ইউনিয়ন যুব লীগের সভাপতি খোকন শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক রকিবুজ্জামান রুবেলসহ অন্যন্নরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!