শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই প্রথম শিবচরের স্থানীয়ভাবে পরিচালিত পরিবহন শিবচর ডিলাক্স নামে একটি পরিবহনের বাস রাজধানীর উদ্দেশ্য ছেড়ে গেছে।
রবিবার (২৬ জুন) শিবচর পৌর বাস টার্মিনাল থেকে সকাল ৭ টা থেকে প্রতি ১৫ মিনিট পর পর এই পরিবহনের পাঁচটি বাস ছেড়ে যায়।২০০ টাকা করে যাত্রী প্রতি ভাড়া নিয়ে প্রতিটি বাসে ৪৫ টি আসন রয়েছে বলে জানান বাস মালিক কর্তৃপক্ষ।
স্থানীয় সুত্রে জানা যায়,মাদারীপুরের শিবচর উপজেলাটি রাজধানী থেকে মাত্র ৫৫ কিলোমিটার। পদ্মা নদী থাকায় এতোদিন কোন পরিবহন সরাসরি শিবচর থেকে রাজধানীতে প্রবেশের সুযোগ পায়নি।গতকাল পদ্মা সেতু উদ্বোধন হলে শিবচর থেকে সরাসরি রাজধানী সায়েদাবাদ পর্যন্ত বাস চলাচলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।আজ পরিক্ষামূলকভাবে ৫ টি বাস রাজধানীর উদ্দেশ্য ছেড়ে গেলেও আগামী পহেলা জুলাই স্বাভাবিকভাবে শিবচর থেকে রাজধানী সায়েদাবাদ ও গুলিস্তানের উদ্দেশ্য বাস চলাচল করবে।
শিবচর থেকে ঢাকাগামী শিক্ষক জসিম মাদবর বলেন,”ঢাকা যাচ্ছি। এক অসাধারণ অনুভূতি। দক্ষিণ বঙ্গের মানুষ ছাড়া এ অনুভুতি।আগে লঞ্চ ফেরি ঘাট গিয়ে বসে থাকতাম।অতিরিক্ত বৃষ্টি লঞ্চ ছাড়েনি,ফেরি চলেনি।এই সমস্যা ওই সমস্যা। এখন সরাসরি কমসময়ে ঢাকা যাবো।শেখ হাসিনা দেখিয়ে দিয়েছে।ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।”
শিবচর ডিলাক্স পরিবহনের হেলপার নাইম শেখ বলেন,”আজই প্রথম আমরা শিবচর থেকে ঢাকার উদ্দেশ্য বাসগুলো নিয়ে যাচ্ছি। এতোদিন আমরা কাঠালাবাড়ি ঘাট থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত গাড়িগুলো চালাতাম।খুব আনন্দ লাগছে বাস নিয়ে ঢাকা যাব।”
শিবচর বাস মালিক সমিতির সাদারন সম্পাদক বাচু মিয়া বলেন,”যাত্রীদের সুবিধার্থে শিবচ৷ থেকে আজ সকালে গাড়িগুলো ছাড়া হয়েছে।
আমাদের গাড়িগুলো ও মাইক্রোবাসগুলো আগামী ১ তারিখ থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত নিয়মিত যাবে।আমরা আমাদের এমপি মহোদয় ও মালিক সমিতির লোকজনের সাথে আলাপ করো সিদ্ধান্ত নিবো।”