শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে সোহেল মাদবর (৩০) হত্যা মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।
রবিবার দিবাগত মধ্যে রাতে তাদের আটক করা হয়।
সোমবার দুপুর ১২ টার দিকে শিবচর থানায় বিষয়টি সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান।
নিহত সোহেল মাদবর শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের বাদল মাদবরের ছেলে।
গ্রেফতারকৃত সকল আসামীর বাড়ি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রামরায়ের কান্দি গ্রামে। তারা হলেন, কুট্টি খার ছেলে আবুল খান (৪৫), দেরাজ দরানীর ছেলে হাবি দরানী (৬০), দলা মিয়া হাওলাদারের ছেলে ফজলু হাওলাদার ৪৫) ও কিনাই ফকিরের ছেলে আমরাফ ফকির (৬০)।পরে আটকৃতদের তাদের মাদারীপুর আদালত প্রেরন করা হয়।
পুলিশ জানায়, গত ২৫ মার্চ রাতে উমেদপুরে এলাকায় তার মামা বাড়ির উদ্দেশ্য নারায়নগঞ্জ থেকে রওনা করেন। পরবর্তী সময়ে সে রাত দেড়টা থেকে দুইটার দিকে শিবচরের উমেদপুরে তার মামা বাড়িতে আসেন। তখন শিবচরের উমেদপুরের কুমেরপারস্থ জিনাহ হওলাদারের বাড়ির সামনে আসেন তখন আসামীরা আগে থেকে পূর্ব পরিচিত উমেদপুরের রফিকুল ফকির, পাক্কুল মৃধা, ফারুক মাদবর, ইমরান ফকির সহ আরো কিছু লোকজন তাকে পূর্ব শত্রুতার জেরে ধরে মেরে আহত করেন। পরবর্তীতে তাকে সকলে ধরে রফিকুল ফকিরের বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে আরেকদফা আরো কিছু আসামি মিলে মারধর করে। এই মারধরের কারনে সে শারিরিকভাবে অসুস্থ্য হয়ে পরেন। পরবরবতী সময়ে তার আত্মীয় স্বজন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করেন। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তার শারিরিক অবস্থা খারাপ দেখে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। সেখানে গত পরশুদিন (শনিবার) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। পরবর্তীকালে আমরা তার পরিবারের লোকজনেরর সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরবর্তী সময়ে গতকাল তার স্ত্রী আমাদের থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে বিশ জন এজহার নামীয় আসামী দেওয়া হয়েছে, এবং আরও দশ বার জন অজ্ঞাতনামা আসামী রয়েছে। যারা পূর্বশত্রুতার জের ধরে এই সোহেল মাদবরকে শারিরিক ভাবে আঘাত করে হত্যা করেছেন। পরবর্তী সময়ে শিবচর থানা পুলিশ সাথে সাথে অভিযানে নামে, এবং আমরা এ পর্যন্ত চার জনন এজহার নামীয় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমাদের বর্তমানে দুই তিনটি টিম কাজ করছে, এজহার নামীয় বাকি যে আসামী আছে তাদেরকে এ্যারেষ্ট করতে পারে সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই সোহেল মাদবর হত্যা কান্দের সুষ্ঠু বিচার যাতে তার পরিবার পায় সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করবো যাতে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা যায়।
সংবাদ সম্মেলনে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন,থানার কয়েকজন উপপরিদর্শকসহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।