মাদারীপুর প্রতিনিধিঃ
পঞ্চম ধাপে অনুষ্ঠিত মাদারীপুরের শিবচরের বন্দরখোলা বন্দরখোলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দুই সদস্য পদ প্রার্থীর ফলাফল মনির হোসেন ও আতাউর রহমান সমান ভোট পেয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) রাত ৯ টার দিক উপজেলা ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
তাতে দেখা যায় বন্দরখোলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দুই সদস্য পদ প্রার্থী মনির হোসেন (মোরগ প্রতীক) পেয়েছেন ৪৫৮ ভোট ও আতাউর রহমান (তালা প্রতীক) পেয়েছেন ৪৫৮ ভোট।
দুই প্রার্থী ভোট সমান হওয়ায় ওই ওয়ার্ডের সদস্য পদের ফল ঘোষণা হয়নি।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান জানান, “দুই প্রার্থী সমান ভোট পাওয়ার কারণে ফল ঘোষণা করা হয়নি। সেখানে দুজনের মধ্যে পুনরায় ভোট হবে।”
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, “নির্বাচনি আইন অনুযায়ী সমপরিমাণে ভোট পাওয়া ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোট হবে।”